বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরায় শ্রীপুর উপজেলার নাকোল ফাঁড়িতে পুলিশের নির্যাতনে ওয়াপদা মোড়ের পরিবহন কাউন্টারের এক টিকেট বিক্রেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত পরিবহন শ্রমিকের নাম আবদুস সালাম। সে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের মধ্যপাড়ার আছির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মকর্তা নাকোল পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জামাল উদ্দিনকে ক্লোজ করে মাগুরা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এলাকাবাসী জানায়, গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের রাশেদ নামে এক ব্যক্তি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা বাসস্ট্যান্ডে যায়। এসময় কে. লাইন টিকেট কাউন্টারে কর্মচারি আবদুস সালামের সাথে ওই যাত্রীর কথা কাটাকাটি হয়। তাদের কাছ থেকে টিকেট ক্রয় না করায় আবদুস সালাম ও মামুন নামে কয়েকজন রাশেদ নামের ওই যাত্রীকে মারধর করে। এ ঘটনার পর হয়রানির শিকার ওই যাত্রী পুলিশের ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চাইলে নাকোল ফাঁড়ির ইনচার্জ এস আই জামাল ঘটনাস্থলে পৌঁছে কাউন্টারের কর্মচারি আবদুস সালামকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর নিহতের স্বজন এবং ওয়াপদা বাসস্ট্যান্ড এলাকায় কর্মরত এবং আশে পাশের জনগণ ফাঁড়ি ইনচার্জ এসআই জামালের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এ সময় তারা উক্ত জামাল উদ্দিনের বিচার দাবি করে শ্লোগান দেয়। সংবাদ পেয়ে মাগুরা থেকে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও পুলিশ সুপার জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জনগণকে শান্ত করলে তারা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করে বিষয়টি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।