Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে শিগগিরই বই পৌঁছে যাবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১০:৩৩ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সম্প্রতি দেশের সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের হাতে শিগগিরই বই পৌঁছে দেওয়া হবে। আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা জানান।

তিনি বলেন, ইতোমধ্যেই তালিকা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। পর্যাপ্ত পাঠ্যপুস্তক রয়েছে। শিগগির এসব বই সিলেট ও সুনামগঞ্জে পৌঁছানো হবে এবং চাহিদার বাইরে আরো পাঠ্যপুস্তক প্রয়োজন পরলে তা যথাসময়ে পাঠানো হবে।

তিনি আরো বলেন, সিলেটে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ৬৮২ সেট বই পাঠানো হবে। সুনামগঞ্জে ১০ হাজার ৫৮৬ সেট পাঠ্যপুস্তক লাগবে। প্রাথমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এবং দশম শ্রেণির ভোকেশনাল স্তরের শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক লাগবে সিলেটে ১৪ হাজার ৭৭৯ সেট। অন্যদিকে, সুনামগঞ্জে লাগবে ৪২ হাজার ৭৮৫ সেট।

ইবতেদায়ী ও দাখিলের ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিলেটে ১০ হাজার ১৪০ সেট এবং সুনামগঞ্জে ২৩ হাজার ৫৯৮ সেট পাঠ্যপুস্তক লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ