Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় যৌতুক না পেয়ে গৃহবধূকে মারধর ও হত্যার চেষ্টা

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ৮:৫৩ পিএম

কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার মহেন্দ্রপুর গ্রামের গৃহবধূ সোনালী খাতুন বাবার বাড়ি থেকে যৌতুক না দেয়ার কারণে তাকে হত্যা করার চেষ্টা করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

জানা যায়, মোঃ মাহাই আলীর ছেলে মাসুদ শনিবার দিনে কয়েকবার সোনালী খাতুন তার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা দেয়ার জন্য বলতে থাকে। না দেয়ার কারণে রাতে স্বামী মাসুদ স্ত্রী সোনালী খাতুন লাথি, থাপ্পড় দিয়ে ফেলে দিলে শাশুড়ি ও ননদ মিলে তাকে গলা চাপ দিয়ে ধরে মারধর করে রক্তাক্ত জখম করে ও ছোট বাচ্চাটিকেও হত্যার চেষ্টা করে।

গত কয়েক বছর আগে সোনালী খাতুন ও মাসুদের বিয়ে হয়। তাদের ঘরে এক সন্তান জন্ম হয়। যৌতুকের টাকার জন্য সোনালী খাতুন শ্বশুর বাড়িতে বিভিন্ন অত্যাচার সহ্য করে থাকতে হতো।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মেয়েটিকে তার যৌতুক লোভী স্বামীর অত্যাচার থেকে নিরাপত্তা নিশ্চিত করুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ