Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোলির জন্য সঙ্গী খুঁজছেন সালমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ৪:২২ পিএম

অ্যাঞ্জেলিনা জোলির একাকিত্ব ঘোচানোর জন্য সঙ্গী খোঁজার দায়িত্ব নিয়েছেন সালমা হায়েক। ওকে ম্যাগাজিনের সূত্রে জানা গেছে মার্ভেলের ‘ইটার্নালস’ সিনেমার শুটিং এর সময় সালমা হায়েকের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে জোলির। বর্তমানে তারা একসঙ্গে কাজ করছেন ‘উইদাউট ব্লাড’ সিনেমাতে। সিনেমাটি প্রযোজনা করছেন অ্যাঞ্জেলিনা জোলি নিজেই।

ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জোলির জন্য উপযুক্তি পাত্র খুঁজছেন সালমা হায়েক। জোলির জন্য কয়েকটি ডেট-এর ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। তাদের মাঝে থেকে জোলি কাউকে বেঁছে নেন কিনা সঙ্গী হিসেবে, সেটাই এখন দেখার অপেক্ষা।

ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাই আছেন জোলি। ২০০৫ সালের ‘মি. অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমাতে প্রেম করতে দেখা যায় এই দুই হলিউড তারকাকে। সেই সেটেই সত্যি সত্যি প্রেমে পড়েন তারা। এরপর একসঙ্গে থাকা শুরু করেন। সন্তানদের অনুরোধে ২০১৪ সালের আগস্টে রাজকীয়ভাবে বিয়েটাও সেরে ফেলেন। এরপর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন জোলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ