Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়ে রাতে ঘুমাতে পারছেন না মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ৪:১৭ পিএম

ঢাকাই চলচ্চিত্রের অগ্নিকন্যা খ্যাত নায়িকা মহিয়া মাহি। ভালোবেসে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহি। বিয়ের পর ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এই নায়িকা। সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। তবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মাহি জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরেই ভয়ে আছেন তিনি। তার দাবি, নিজের বাসায় ভূত দেখেন তিনি। এই ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না নায়িকা। শনিবার দুপুরে এক স্ট্যাটাসে মাহি লেখেন, ইয়া আল্লাহ, ভুলায় দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।

নায়িকার সেই পোস্টে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, ‘কী হয়েছে?’ জবাবে মাহি লেখেন, ‘ভূত’। এরপর নির্মাতা লেখেন, কোনো ভূত নাই। ভুলে যাও। আল্লাহ ভরসা। প্রতিউত্তরে মাহি লেখেন, ‘আছে, আমি দেখেছি।’

দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহে নেই মাহির নতুন কোনো সিনেমা। সর্বশেষ মুক্তি পায় তার ‘নবাব এলএলবি’ সিনেমাটি। তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’, ‘যাও পাখি বলো তারে’ ও ‘আশীর্বাদ’ সিনেমা তিনটি।

এছাড়া, ঘোষণাতেই আটকে আছে মাহির ‘প্রেমের বাঁধন’ সিনেমাটি। ২০১৭ সালে এফডিসিতে সিনেমাটির জাঁকালো মহরত হলেও আজও ক্যামেরা চালু হয়নি। আদৌ সিনেমাটি হবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ