বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় শাহ আলম (৩৫) নামে একজন মারা গেছেন। রবিবার (১৭ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শাহ আলম নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের মৃত মালেক সর্দারের ছেলে।
নিহতের চাচাতো ভাই কামাল মিয়া অভিযোগ করে বলেন, শুক্রবার স্থানীয় জাহের মিয়ার ছেলে বাহার মিয়া ও সফর মিয়ার ছেলে আরাফাতের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসা করতে শনিবার রাতে সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে জিয়া নামে একজন না আসায় শাহ আলম কারণ জানতে চান।
এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সফর মিয়া, সাঈদুল, ছুট্টু ও আরাফাত দেশীয় অস্ত্র নিয়ে শাহ আলমের ওপর হামলা করে। এ সময় শাহ আলমের চোখে বল্লমের আঘাত লাগে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতাল এবং পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।