বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি 'কনকচাপা'মালবাহী ট্রাকসহ নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীর চরে আটকা পড়েছে।
শনিবার রাত ১১টার দিকে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে আধা কিলোমিটার দূরে আটকা পড়ে ফেরিটি।
সূত্র জানায়, রাতে দুটি মালবাহী ট্রাক নিয়ে ফেরি কনকচাপা মজুচৌধুরীর হাট ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। ঘাট থেকে আধা কিলোমিটার দূরে পৌঁছানোর পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি মেঘনার জেগে উঠা চরে উঠে যায়। একপর্যায়ে ফেরিটির একপাশ নদীর দিকে হেলে পড়ে।
দ্রুত ঘাট থেকে অপর ফেরি 'কদম' এনে আটকা পড়া কনকচাপাকে ঠেস দিয়ে রাখা হয়েছে। তবে ফেরিতে কোনো যাত্রী ছিল না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।