Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

শাশুড়ি আটক

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০১ এএম

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম ফাতেমা বেগম। এ ঘটনায় গৃহবধূর মা বাদি হয়ে চারজনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত গৃহবধূর শ্বাশুড়িকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে, চাপড়রারপাড় কানিপাড়া এলাকায়।

জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের চাপড়রারপাড় কানিপাড়া এলাকার সিদ্দিক আলীর মেয়ে ফাতেমা বেগমের সাথে প্রতিবেশি আবুল হোসেনের ছেলে শামীম মিয়ার এক বছর পূর্বে বিয়ে হয়। এরপর থেকে শামীম মিয়া ও তার পরিবারের লোকজন যৌতুকের দুই লাখ টাকা দাবি করে ওই গৃহবধূর উপর নির্যাতন চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিশ বৈঠকও হয়। কিন্তু নিহত গৃহবধূর পরিবার দরিদ্র হওয়ায় দাবিকৃত যৌতুকের টাকা দিতে পারছিলেন না।

ঘটনার দিন গত শুক্রবার দুপুরে ওই গৃহবধূর স্বামী-শ্বাশুরিসহ পরিবারের লোকজন পুনরায় যৌতুকের দুই লাখ টাকা দাবি করে তাকে মারধর করলে তার আর্তচিৎকারে স্বজনসহ প্রতিবেশিরা ছুটে আসেন। নির্যাতনে গৃহবধূ গুরুত্বর অসুস্থ হলে তার মাসহ স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কতর্ব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রাতেই নিহত গৃহবধুর লাশ স্বামীর বাড়িতে নিয়ে আসলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এরপর লাশ ময়না তদন্তের জন্য গতকাল শনিবার সকালে কুড়িগ্রাম মর্গে পাঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ