রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবালয়ে জমদুয়ারা দরবার শরীফের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো ছয় দিনব্যাপী ‘হযরত শাহ মেছের উদ্দিন ফকির চিশতিয়া (র.)’-এর ৫২তম বাৎসরিক ওরশ মোবারক ২০১৬ দরবার প্রাঙ্গণে গত শুক্রবার থেকে শুরু হয়েছে। উক্ত ওরশ মোবারকের প্রধান অতিথি শিবালয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর। সভাপতিত্ব করেন তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের। সার্বিক সহযোগিতা করেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান (মাসুদ)। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, জে.পি গেøাবাল ট্রেডের চেয়ারম্যান, জমদুয়ারা ওয়ায়েছী দরবার শরীফের পীরজাদা হযরত শাহ আলী মুর্তজা পলাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জমদুয়ারা দরবার শরীফের খাদেম মো. গফফুর হোসেন, সভাপতি মো. সামেজউদ্দিন মাতব্বর, মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি দাউদ আমিন পলাশ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আবু খালিদ ডন। জানা গেছে, উক্ত ওরশ শরীফ ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ওরশ মোবারকের প্রথম দিন ২৫ নভেম্বর শুক্রবার মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে আগামী বুধবার বেলা ১২ ঘটিকা হতে তোবারক বিতরণের মধ্য দিয়ে বাৎসরিক ওরশ মোবারক শেষ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।