Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিক শাকিল আহমেদকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে গতকাল শনিবার দুপুরে মানববন্ধন করেছে স্থানীয় সংবাদকর্মীরা। পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে মঠবাড়িয়ায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়।
মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, বিআরডিবি’র চেয়ারম্যান মো. আরিফ-উল-হক, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজীম উল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট ও সাধারণ সম্পাদক আ. রহমান নোমান প্রমুখ।
উল্লেখ, গত ১৩ জুলাই ‘মঠবাড়িয়ায় বহুতল ভবনের মলমূত্রে ৪০টি পরিবারের ঈদ উৎসব মøান’ শিরোনামে একটি সংবাদ একাধিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এতে ক্ষুব্দ হয়ে ভবনের মালিক মনির হোসেন ওই দিন রাতে দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক শাকিল আহমেদকে প্রাণনাশসহ বিভিন্ন ধরণের হুমকি প্রদান করেন। এঘটনায় সাংবাদিক শাকিল ভবন মালিক মনিরের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় জিডি করেন। এতে মনির আরো ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার রাতে ওই সাংবাদিকের বাস ভবনের সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্ছিতের চেষ্টা চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ