Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গফরগাঁওয়ে স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলায় স্ত্রীর সাথে অভিমান করে রাশিদ (৫০) নামে এক ব্যক্তি গলায় দড়ি বেধে ফাঁসিতে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের টেকির চরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের টেকির চরগ্রামের রাশিদ মিয়ার পিতার বাড়ি পাশে হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামে। বহু বছর আগে রাশেদ টেকির চর গ্রামে বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন। তাদের এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছেলে বিদেশে থাকে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সাথে রাশিদের মনোমালিন্যতা চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে রাশিদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে টেকির চর গ্রামের ধন্নার ভিটা নামক স্থানে দুই পাট ক্ষেতের মাঝের মাঠে স্থানীয় ছেলেরা ফুটবল খেলা শেষ করে ফিরতে গিয়ে মেহগনি গাছে গলায় প্লাস্টিকের দড়ি বাধা রাশিদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে থানায় খবর দেন। পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ