Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

পাবনার সাঁথিয়ায় ট্রেনের ধাক্কায় নিলুফা খাতুন (৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গত শুক্রবার সকালে উপজেলার বিষ্ণুপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিলুফা বিষ্ণুপুর এলাকার কৃষক শহীদ আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আলী নিজ জমিতে কৃষি কাজ করছিলেন। সকালে তার জন্য খাবার নিয়ে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্ত্রী নিলুফা। এ সময় ঢালারচর থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশ। নিহতের স্বামী শহীদ আলী বলেন, খুব ভোরে আমি কৃষি জমিতে কাজ করতে গেছি। বাড়িতে আসতে দেরি হবে বলে স্ত্রীকে ফোন করে সকালের খাবার নিয়ে আসতে বলি। খাবার নিয়ে আসার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এর আগেও এই রুটে অনেক মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সেজন্য রেললাইন পার হওয়ার সময় সাবধান হতে বলেছিলাম। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রেনের ধাক্কা লেগে পাশের খুঁটিতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈশ্বরদী জিআরপি থানায় খবর দেয়া হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নেবে। ঈশ্বরদী জিআরপি থানার ওসি গোপাল কর্মকার বলেন, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে জিআরপির একটি টিম পাঠানো হয়েছে। এসে তারা প্রতিবেদন দিলে তার আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ