Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

গরু চুরির ঘটনায় একই পরিবারের আটক ৪

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাটোরের লালপুরে গতকাল রোববার চুরি হওয়া গরুসহ একই পরিবরের চারজনকে পুলিশ আটক করেছে। শনিবার রাতে লালপুর উপজেলার চকবাদকয়া গ্রামের মোজাফফর মন্ডলের ছেলে আসলাম মন্ডলের বাড়ি থেকে একটি বকনা গরু চুরির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন গরুর পায়ের ছাপ দেখতে দেখতে বিশম্ভরপুর গ্রামের আলিমুদ্দিনের ছেলে আলাউদ্দিনের বাড়িতে গিয়ে গরুর সন্ধান পায়। এ সময় আলাউদ্দিনের ছেলে রমজান তাদের ওপর হাসুয়া নিয়ে আঘাত করে। এতে আব্দুল লতিফ নামের এক ব্যক্তি আহত হলে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে গতকাল রোববার আলাউদ্দিনের বাড়ি থেকে চুরি করা তিনটি গরু, একটি সেলাই মেশিন ও তার কাটার একটি কামড়ী মেশিন উদ্ধার করে। এসময় পুলিশ চুরির অপরাধে চারজনকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন বিশম্ভরপুর গ্রামের আলিমুদ্দিনের ছেলে আলাউদ্দিন (৫০), আলাউদ্দিনের স্ত্রী মরিয়ম (৪৫), ছেলে রমজান (২০) ও মেয়ে সাথী (১৮)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ