Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজিরপুরে গণপরিবহণে অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা করেছে মোবাইল কোর্ট এস এম জাহিদুল হক

নাজিরপুর (পিরোজপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ৮:১৯ পিএম

পিরোজপুরের নাজিরপুরে গণপরিবহণে অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা করেছে মোবাইল কোর্ট।

১৬জুলাই(শনিবার) উপজেলার চৌঠাইমহল বাসস্টান্ডে বিকেল ৫টা হতে সন্ধা ৬টা পর্যন্ত গণপরিবহণের বিভিন্ন কাউন্টারে সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় এবং বাসকাউন্টারে ভাড়ার চার্ট না থাকাসহ বিভিন্ন অপরাধে জনস্বার্থে জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-সাদীদ এবং বি আর টি এর পিরোজপুর ও ঝালকাঠির সহকারী পরিচালক মাহবুবুর রহমান ৷

গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার চার্ট না থাকা ইত্যাদি অপরাধে তিনটি পৃথক মামলায় রোহান পরিবহন,বলেশ্বর পরিবহন এবং গোল্ডেন লাইন পরিবহনকে মোবাইলকোর্টের মাধ্যমে সর্বমোট ৪,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ