Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি পুলিশ বলছে দস্যুতা!

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ৫:২২ পিএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী নতুন পাড়া গ্রামের সেলিম রেজা নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোর রাতে ৫/৭ জনের ডাকাত দল বাড়ির বারান্দার গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ১ লাখ ৯৩ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও ২ টি দামি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। ব্যবসায়ী সেলিমের স্ত্রী জানান, রোববার ভোরের দিকে ৫/৭ জন ডাকাতদল বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির গেটের তালা ভেঙ্গে ভিতরে ৫ ডাকাত প্রবেশ করে সবাইকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে লেপ দিয়ে ঢেকে রাখে। এরপর রুমের মধ্যে থাকা আলমারি ভেঙ্গে নগদ ১লাখ ৯৩ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও ২ টি মোবাইল ফোন নিয়ে যায় বলে তিনি দাবি করেন। এরপর বাইরে থেকে একজন শিষ দিলে ডাকাতরা ডাকাতি শেষে পালিয়ে যায়। কালীগঞ্জ থানার এএসআই আব্দুল গাফ্ফার জানান, ঘটনার খবর পেয়ে তিনি ও এসআই মাহফুজুর রহমান সেখানে গিয়েছিলেন। তিনি বিষয়টি দস্যুতার ঘটনা বলে দাবি করেন। তিনি আরো বলেন, ওই বাড়ি থেকে বেশ কিছু টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে। বাড়ির মালিককে থানায় এসে এজাহার দিতে বলেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ