Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরবন থেকে মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ৪:৫৪ পিএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিন থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবীতে তিন জেলেকে অপহরণ করেছে বনদস্যু আলীম বাহিনীর সদস্যরা। রোববার ভোর রাত দেড়টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত নদী রায়মঙ্গল সংলগ্ন কচুখালী খাল থেকে এসব জেলেদের অপহরণ করা হয়েছে।
অপহৃত জেলেরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে মীরগাঙ গ্রামের দাউদ গাজীর ছেলে রাশেদুল (৩৬), একই গ্রামের বেলায়েত সরদারের ছেলে রহমত আলী (৩১) ও পার্শ্বেখালী গ্রামের মোকছেদ গাজীর ছেলে কওসার গাজী (৩৩)।
অপহৃত জেলেদের মধ্যে ফিরে আসা এক সঙ্গী পার্শ্বেখালী গ্রামে আজিমুদ্দীন গাজীর ছেলে রমজান আলী সাংবাদিকদের জানান, বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে কচুখালি খালে মাছ ধরার সময় আলীম বাহিনীর সদস্যরা ৫ লাখ টাকা মুক্তিপণের দাবীতে তিন জেলেকে অপহরণ করে। বনদস্যুরা এ সময় জেলেদের মাছ ও নৌকা লুট করে নিয়ে যায়।
বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদুল আলম জানান, অপহরণের বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ