Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বিচারকদের নেতৃত্বে জুলিয়ান মুর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ৫:০৪ পিএম

ভেনিস চলচ্চিত্র উৎসবে বিচারকদের নেতৃত্বে দেবেন অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী জুলিয়ান মুর। মূল প্রতিযোগিতা শাখার প্রধান বিচারক থাকবেন তিনি। ৬১ বছর বয়সী জুলিয়ান মুরসহ সাত বিচারক মিলে স্বর্ণসিংহ জয়ী ছবি নির্বাচন করবেন। এছাড়া গ্র্যান্ড জুরি প্রাইজ, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা, স্পেশাল জুরি প্রাইজ, সেরা চিত্রনাট্য এবং সেরা নবীন অভিনয়শিল্পী বিজয়ী নির্বাচনের দায়িত্ব থাকবে তাদের কাঁধে। সম্প্রতি আয়োজকরা এই ঘোষণা দিয়েছে।

জানা গেছে, ভেনিস উৎসবের এবারের আসরে বিচারক প্যানেলে আরও থাকছেন ফরাসি পরিচালক অড্রে ডিওয়ান। গত বছর ‘হ্যাপেনিং’ ছবির সুবাদে এই আয়োজনের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ জেতেন তিনি। এছাড়া মূল প্রতিযোগিতা শাখার অন্য বিচারকরা হলেন ইরানি অভিনেত্রী লেইলা হাতামি, ইতালিয়ান পরিচালক লিওনার্দো ডি কস্তানজো, আর্জেন্টাইন পরিচালক ও চিত্রনাট্যকার মারিয়ানো কন, স্প্যানিশ পরিচালক রদ্রিগো সরোগোয়েন এবং নোবেল পুরস্কার জয়ী সাহিত্যিক কাজো ইশিগুরো।

আগামী ৩১ আগস্ট ইতালির ভেনিসে শুরু হবে উৎসবটির ৭৯তম আসর। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ছবির তালিকা ঘোষণা করা হবে আগামী ২৬ জুলাই।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘স্টিল অ্যালিস’ ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী হন জুলিয়ান মুর। এর আগের বছর ‘ম্যাপস টু দ্য স্টারস’ সিনেমাটি তাকে এনে দেয় কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর সম্মান। ২০০২ সালে ভেনিস উৎসবে ‘ফার ফ্রম হ্যাভেন’ সিনেমাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সেরা অভিনেত্রী হিসেবে তিনি জিতে নেন অডিয়েন্স অ্যাওয়ার্ড এবং বিচারকদের দৃষ্টিতে ভলপি কাপ। ২০০৩ সালে ‘দ্য আওয়ার্স’ সিনেমার সুবাদে বার্লিন উৎসবে সেরা অভিনেত্রী হন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ