Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লঞ্চ মালিকদের মুখে চওড়া হাসি, নৌপথে যাত্রীদের ঢল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ১:০৯ পিএম

ঈদের আগে দক্ষিণাঞ্চলের যাত্রীদের অনেকেই পদ্মা সেতু দিয়ে গ্রামে গেছেন। ফলে অন্যান্য বছরের মতো এবার ঈদের আগে লঞ্চ মালিকদের যাত্রী নিয়ে অসন্তোষ ছিলো। কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে ঈদের আগের দুইদিনে। এবার ফেরার পথেও আগের মতো যাত্রীদের দেখা মেলেছে। সবশেষ শুক্রবারও ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় হয়েছে দক্ষিণাঞ্চল থেকে আসা সবগুলো লঞ্চে৷

কানায় কানায় পূর্ণ হয়ে সদরঘাট ভিড়েছে লঞ্চগুলো। এতে করে যাত্রী খরার দুশ্চিন্তায় থাকা লঞ্চ মালিকদের মুখে হাসি ফুটেছে।

শুধু দক্ষিণাঞ্চলই নয়, খানিক বাদে বাদে ঘাটে আসা চাঁদপুরের লঞ্চগুলোতেও যাত্রীতে ভরপুর ছিলো।

শনিবার (১৬ জুলাই) ভোর থেকে সকাল অবধি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে।

এদিকে ঢাকায় নেমে এত মানুষের গন্তব্যে পৌঁছানোর যানবাহন সংকটের সুযোগ নিয়ে বাস, সিএনজি ও রিকশাচালকরাও বাড়তি ভাড়া নিয়েছেন। বিশেষ করে ঘাটের আশপাশে রাতভর অবস্থান করা বাস ও সিএনজি চালকরা স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া নিয়েছেন যাত্রীদের কাছ থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ