Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হাবিবুর রহমান খানের চলচ্চিত্র প্রযোজনার ৫০ বছর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ১২:০২ এএম

১৯৭২ সালের ১৬ জুলাই প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার মাধ্যমে হাবিবুর রহমান খান প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। আজ তার সিনেমা প্রযোজনার ৫০ বছর পূর্ণ হচ্ছে। ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালের ২৭ জুলাই। পরবর্তী সময়ে তিনি প্রযোজনা করেন পদ্মা নদীর মাঝি, হঠাৎ বৃষ্টি, মনের মানুষ, শঙ্খচিলসহ আরো অনেক সিনেমা। তার বরাবরই লক্ষ্য ছিল, সাহিত্যনির্ভর বা শিল্পসম্মত চলচ্চিত্র নির্মাণ করা। তিনি দুটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। একটি হলো আশীর্বাদ চলচ্চিত্র। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি শুধু যে শৈল্পিক চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে তা নয়, অনেক উল্লেখযোগ্য চলচ্চিত্র পরিবেশিতও হয়েছে। এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’র নাম উল্লেখযোগ্য। এছাড়া তিনি সিনেমার কাজের জন্য ১৯৭২ সালের ১৬ জুলাইতেই একত্রিত করেন একঝাঁক মেধাবী তরুণকে। সিনেমার পেছনে নানা ভূমিকায় কাজ করেন ফখরুল হাসান বৈরাগী, তমিজ উদ্দীন রিজভী, আখন্দ সানোয়ার মোরশেদ, শমসের আহমেদ, আওলাদ হোসেন চাকলাদার, এ জে মিন্টু ও ছটকু আহমেদ। এরপর হাবিবুর রহমান খান গড়ে তোলেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাওন সাগর লিমিটেড’। ৭ জন ছিলেন এই প্রযোজনা প্রতিষ্ঠানের পরিচালক। গত ৫০ বছরে হাবিবুর রহমান খানের পৃষ্ঠপোষকতায় অসংখ্য জনপ্রিয় সিনেমা নির্মিত হয়েছে। তাদের সেই অবদানের কথা তুলে ধরতেই ছটকু আহমেদ তৈরি করছেন তথ্যচিত্র ‘চলচ্চিত্রে আমাদের ৫০ বছর’। ছটকু আহমেদসহ নির্মাতা এ জে মিন্টু, ফখরুল হাসান বৈরাগী, তমিজ উদ্দিন রিজভী, প্রযোজক হাবিবুর রহমান খান ও শমশের আহমেদকে নিয়ে তৈরি হয়েছে এই তথ্যচিত্রটি। চ্যানেল আইতে তথ্যচিত্রটি প্রচার হবে ১৭ জুলাই সন্ধ্যা ৬টায়। এছাড়া আজ দুপুর ১.০৫ মিনিটে হাবিবুর রহমান খানকে নিয়ে চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ তারকাকথন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ