Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভক্তের চিকিৎসার ব্যবস্থা করলেন অনন্ত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ১২:০২ এএম

বগুড়ায় এক ভক্তের চিকিৎসায় দুই লাখ টাকা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল। গত বৃহস্পতিবার হেলিকপ্টারে বগুড়ার কাহালু উপজেলার কালীপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ে অবতরণ করেন অনন্ত ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। তাদের দেখতে ভিড় করেন স্থানীয়রা। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন উপজেলার নিমারপাড়া গ্রামের মোজাম হোসেনের ছেলে সোহেল রানা (২৫)। বিকালে বগুড়া শহরের চেলোপাড়ায় মধুবন সিনেপ্লেক্সে সিনেমা দেখেন অনন্ত ও বর্ষা। এ সময় রানাকে নিয়ে মঞ্চে উঠেন তারা। ছোটবেলা থেকে দুই পায়ের সমস্যা কারণে হাঁটাচলা করতে পারেন না সোহেল রানা। ক্রাচে ভর দিয়ে চলাফেরা করতে হয়। অনন্ত বলেন, সমাজে প্রতিষ্ঠিত বড় বড় সচিব, আমলা ও ব্যবসায়ীর জন্ম গ্রামে। এ জন্য গ্রামকে কখনও ছোট করে দেখা যাবে না। বগুড়াতে আসার অন্যতম কারণ হচ্ছে, ভক্ত রানাকে দেখা। তার মন-মানসিকতা আমাদের চেয়ে উন্নত। এজন্য ওর বাবা-মাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তিনি দর্শকের উদ্দেশে বলেন, রানার সুবাদে আজ আমি আপনাদের কাছে আসতে পেরে গর্ববোধ করছি। রানাকে ঢাকায় নিয়ে যাবো। পাসপোর্ট করার পর চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাবো। আমি চেষ্টা করবো। রানার সুস্থ হওয়ার বিষয়টি মহান আল্লাহ তাআলার ইচ্ছার ওপর নির্ভর করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ