Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইডেনে তাপসী-মিতালিকে মেলালেন সৃজিত

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ১২:০২ এএম

পরের মাসে ছবির মুক্তি। তাই জোরকদমে শুরু হয়ে গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী হিন্দি ছবি ‘সাবাস মিঠু’র প্রচার। যেহেতু ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের বায়োপিক, তাই সিনেমা জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই ক্রিকেট আর ক্রিকেট। তাই কলকাতায় ‘সাবাস মিঠু’র প্রচারের জন্য ইডেন গার্ডেন্সকেই বেছে নিয়েছিলেন ছবির নির্মাতারা। এদিন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ‘ক্রিকেটের নন্দন কানন’-এ উপস্থিত ছিলেন অভিনেত্রী তাপসী পান্নু এবং ক্রিকেটার মিতালি রাজ। এরপর বিকেলে মিতালি ও তাপসীর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন সৃজিত। লেখেন, ‘লর্ডসে শুটিং থেকে ইডেন গার্ডেন্সে সিনেমার প্রচার- ‘সাবাস মিঠু’ দিয়ে একে একে স্বপ্ন পূরণ হচ্ছে।’ পরে তিনজনেই সাংবাদিক সম্মেলনে আসেন। সিনেমায় কীভাবে তাপসী পান্নু ধীরে ধীরে মিতালি হয়ে উঠেছিলেন, সে বিষয়টিই খোলসা করেন অভিনেত্রী। তাপসী বলেন, ‘আমি ছোট থেকেই ক্রিকেটের অন্ধভক্ত। পরিবারের সবার সঙ্গে বসে খেলা দেখতাম। একসময় যখন ম্যাচ ফিক্সিং-এ ভারতীয় দল জর্জরিত, তখন আমার বয়স ১২ কি ১৩! ঘটনাটি এত খারাপ লেগেছিল যে সেসময় ক্রিকেট দেখাই বন্ধ করে দিয়েছিলাম। আমার কাছে যখন এই চরিত্রটির প্রস্তাব আসে, তখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছিলাম, কীভাবে নিজেকে বড়পর্দায় তুলে ধরব। বাকিটা পরিচালক করিয়ে নিয়েছেন।’ এরপর মিতালি রাজকে প্রশ্ন করা হয়, তাপসী পান্নু নামভূমিকায় অভিনয় করতে পারবেন বলে মনে হয়েছিল? এর উত্তরে মিতালি বলেন, ‘তাপসী অভিনয় করতে পারবেন জানতাম, কিন্তু ব্যাটিং কতটা করতে পারবেন, সেই নিয়ে সন্দিহান ছিলাম। তবে ট্রেলার দেখে আমি খুব খুশি। সিনেমায় তাপসীর কাজ সবার ভাল লাগবে।’ শুধু মিতালিই নন, তাপসীর প্রশংসায় পঞ্চমুখ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ডিরেক্টর সাহেবের কথায়, ‘মিতালির বেশ কিছু পুরনো খেলার ফুটেজ জোগাড় করেছিলাম। তাপসী সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। শুটিং শুরুর আগেই ও চরিত্রটা এতটাই আত্মস্থ করে ফেলেছিল যে, ফ্লোরে কোনও সমস্যাই হয়নি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ