Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বন্দরে স্ত্রী’র উপর অমানবিক নির্যাতন

বন্দরে স্ত্রী’র উপর অমানবিক নির্যাতন | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বন্দরে গৃহবধূ শান্তা বেগমকে মাছ কাটার বটি দিয়ে হত্যার চেষ্টায় নৃশংসভাবে কুপিয়েছে পাষ- স্বামী মুছা ওরফে মোবাইল চোর মুছা। গত শুক্রবার রাত ৯টায় বন্দর থানাধীন শাহী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহতের পিতা মাসুদ বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা করেন। গৃহবধূ শান্তার পিতা মুড়ি ব্যবসায়ী মাসুদ বলেন, ‘আমার মেয়ে শান্তা বেগমের দুই বছর পূর্বে বন্দর শাহী মসজিদ এলাকার মো: মতিউর রহমানের ছেলে মো: মুছা ওরফে মোবাইল চোর মুছার সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই আমরা জানতে পারি, আমার মেয়ের জামাতা মোবাইল চোর ও মাদক ব্যবসায়ী। মেয়েকে পিত্রালয় থেকে টাকা আনার জন্য চাপ দিতো। টাকা না দিতে পারলে মুছা আমার মেয়েকে চুলের মুঠি ধরে অকথ্য ভাষায় গালমন্দ ও মারধর করতো। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত ৯টায় টাকার নেশায় বিভোর হয়ে জামাতা মুছা আমার মেয়ে শান্তাকে পিত্রালয় থেকে মাদক ব্যবসা করবে বলে দুই লাখ টাকা আনার জন্য চাপ দেয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার মেয়ে জামাতা মুছা, মুছার বোন আকলিমা ও বোন-জামাই মোবাইল চোরের সর্দার মনির জিলানীসহ সবাই মিলে আমার মেয়েকে মারধর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ