রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাথরঘাটার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। উপজেলা নির্বাচন কর্মকর্তা (অ.দা.)-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা দুদক সভাপতি আহসান হাবীব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমল তালুকদার, ইউপি চেয়ারম্যান আ. রহমান জুয়েল, মো. আলমগীর হোসেন, মো. মাইনুল ইসলাম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম কাকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সভায় ভোটার তালিকা হালনাগদকরণ, নতুন ভোটার নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সে বিষয়ে নানা আলোচনা ও মতামত পেশ, ভোটার নিবন্ধনের ফরম পূরণ করার জন্য যেসব প্রস্তুতি গ্রহণ সে বিষয়ে ধারণাসহ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা হতে কর্তনসহ নানা বিষয়ের ওপর আলোকপাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।