Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮৬০০ ইয়াবাসহ প্রতারক গ্রেফতার

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে বিজিবির হাতে গ্রেফতার হয় দৈনিক সূর্যোদয় সম্পাদক ও প্রতারক সুব্রত কুমার নাথ ওরফে সজিব চৌধুরী। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ৫টা নাগাদ ফেনী-রামগড় সড়কের ফটিকছড়ি-মীরসরাই সীমান্তের নয়টিলা মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজিবি।

মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রাম শহরের ষোলশহর রেল স্টেশন এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র নাথের পুত্র, বর্তমানে ফটিকছড়ির ভূজপুর থানাধীন দাঁতমারা হোসেনেরখীল এলাকার অভিবাসী এবং নামসর্বস্ব পত্রিকা দৈনিক সূর্যোদয় সম্পাদক সুব্রত কুমার নাথ (৪৮) একটি এপার্সি মোটরসাইকেল যোগে মীরসরাই জোরারগঞ্জ থানাধীন করেরহাট বাজারে বিভিন্ন পয়েন্টে ইয়াবা সাপ্লাই শেষে উত্তর ফটিকছড়ির হেয়াকো বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া বিওপির মধুগ্রাম বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শাহজাহানের নেতৃত্বে একটি টহল টিম ফেনী-রামগড় সড়কের নয়টিলা মাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে সুব্রত কুমার নাথকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তার মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৯টি প্লাস্টিক মোড়ানো পুটলা জব্দ করে। পরে তাকে বিজিবি ক্যাম্পে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং জব্দ পুটলা থেকে ৮৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। গতকাল শুক্রবার সকালে তাকে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে বিজিবি নায়েব সুবেদার শাহজাহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন ধর্মের পরিচয় দিয়ে প্রতারনার করে একাধিক বিয়ে করার অভিযোগ রয়েছে।
সে সাংবাদিকতার আড়ালে ইয়াবা ব্যবসা করে। দেশের বিভিন্ন স্থানে এবং উত্তর ফটিকছড়ি ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। নিরীহ মানুষের বিরুদ্ধে ভুয়া ও হয়রানিমূলক নিউজ ছাপিয়ে চাঁদাবাজি করে বেড়াচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ