Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বন্যাজনিত রোগে আক্রান্ত ১৩৫৯২ জন, মৃত্যু ৬৫ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ৬:৪৫ পিএম

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে আরও ১ জনের। একই সময়ে বন্যাজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন আরও ৫০৮ জন। এ পর্যন্ত বন্যাজনিত কারণে সিলেট বিভাগে ৬৫ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯২ জন।

আজ শুক্রবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মৌলভীবাজারে পানিতে ডুবে ১ জন মারা যান। এনিয়ে সিলেট বিভাগে মারা গেছেন৬৫ জন ব্যক্তি। সর্ব্বোচ ২৯ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। তারপরে রয়েছে সিলেট ; এ জেলায় ১৮ জন, মৌলভীবাজারে ১১ জন ও হবিগঞ্জে মারা যান ৭ জন।
আর গত ২৪ ঘণ্টায় বন্যাজনিত সমস্যায় ৫০৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সর্ব্বোচ হবিগঞ্জ ২০২ জন রয়েছেন। সর্বনিম্ন আক্রান্ত হয়েছেন সিলেটের ৬৮ জন। এছাড়া মৌলভীবাজারের ১৩১ জন ও সুনামগঞ্জের ১০৭ রোগী আক্রান্ত হয়েছেন। এসব রোগীদের মধ্যে বেশিরভাগই ডায়রিয়া আক্রান্ত। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন২৩৩ জন রোগী। আর.টি.আই আক্রান্ত হয়েছেন ৩৫ জন, পানিতে ডুবে ১ জন, চর্ম রোগে ১০৫, চোখের প্রদাহ রোগে ১২ জন, আঘাতপ্রাপ্ত হয়ে ১৪ জন ও অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ১০৪ জন। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ