Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারের আলোচিত ওয়েছসহ ৩ জন জেল হাজতে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ৪:৩৫ পিএম

বিয়ানীবাজারের একটি সংঘর্ষের ঘটনায় আলোচিত এক যুক্তরাষ্ট্র প্রবাসীসহ ৩ জনকে আদালত জেল হাজতে প্রেরণ করেছেন। বুধবার সিলেটের জেলা জজ প্রথম আদালতে হাজির হয়ে বিয়ানীবাজার থানার মামলা নং ৪, এর আসামী লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিন পাহাড়িয়া বহর গ্রামের মৃত মনির আলীর পুত্র আবুল কালাম ওয়েছ, বিলাল উদ্দিনের পুত্র আহমদ এবং কালাইউরা গ্রামের ফারুক উদ্দিনের পুত্র নাহিদ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলা এজহার সূত্রে জানাযায়, গত ২৭ এপ্রিল ২০২২ইং বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ কমলা বাড়ী এলাকার মরহুম খোরশেদ আলীর পুত্র আজাদ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানের সামনে আবুল কালাম ওয়েছের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা ও ভাংচুর চালায়। এ সময় বাড়ী থেকে নারী পুরুষেরা আজাদ হোসেনকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের উপরও হামলার ঘটনা ঘটে। এতে ৬ জন জখমপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনর পর পুলিশ ২ মে, বিয়ানীবাজার থানায়, বেআইনী জনতাবদ্ধে অনাধিকার প্রবেশ করতঃ হত্যার উদ্দেশ্যে আঘাত করিয়া গুরুতর ও সাধারণ জখম করা, টাকা চুরি, ক্ষতি সাধন করা, হুকুম দান ও ভয়ভীতি প্রদর্শন করাসহ যৌন নিপিড়নের অভিযোগ এনে মামলা রেকর্ড করে। আর এই মামলায় হাজিরা দিতে গিয়ে মামলার প্রধান আসামী ও বিয়ানীবাজার থানার সাবেক ওসি মোনায়েম হত্যা মামলার অভিযুক্ত আবুল কালাম ওয়েছসহ ৩ জনকে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ