Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্যটন নগরী কক্সবাজারকে নতুন করে সাজাতে সড়ক, ড্রেনগুলো সম্প্রসারণ ও সংস্কার করা হয়েছে - মেয়র মুজিবুর রহমান

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১১:২৬ পিএম

কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, পর্যটন শহর কক্সবাজারকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য সড়ক এবং ড্রেনগুলো নতুন করে সম্প্রসারণ ও সংস্কার করা হয়েছে। সৈকত এক্সপ্রেসের দুঃসাহসিক যাত্রা পর্যটনের জন্য মাইল ফলক হয়ে থাকবে।

তিনি আরো বলেন, চাইনা এবং ভারতীয় বাসগুলো ভালোনা। অনেক মূল্যবান জাপানী বাস নামানোর জন্য তিনি সৈকত এক্সপ্রেস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

কক্সবাজারের পর্যটন খাতকে আরো প্রচার, প্রসার ও সমৃদ্ধ করতে যাত্রা শুরু করেছে সৈকত এক্সপ্রেস। শীতাতপ নিয়ন্ত্রিত, নিরাপদ ও বিলাসবহুল বাসগুলো চলবে কক্সবাজার-টেকনাফ সড়কে। সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় পর্যটক যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

পর্যটনবান্ধব বাহন 'সৈকত এক্সপ্রেস' বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে সমুদ্র নগরীর প্রধান সড়কে চলাচলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সাগর পাড়ের হোটেল মিশুকের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করে কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সৈকত এক্সপ্রেসের প্রধান পরিচালনা কর্মকর্তা ও দৈনিক সৈকত সম্পাদক এবং কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবর রহমান। কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আবু সুফিয়ান।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, সৈকত এক্সপ্রেস যাত্রার মাধ্যমে অনেক দিন পরে মনের একটি ইচ্ছে পূরণ হলো।

সাংবাদিক এম আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট রনজিত দাস, রেনকন ট্রাকস এন্ড বাসেস লিমিটেড (মিটসুবিসি ফুসো) এর নির্বাহী পরিচালক সুলতানুজ্জামান সাজন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সাদিকুল মোস্তাক, স্ট্যান্ডার্ট ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখা ব্যবস্থাপক ও এভিপি ইয়াকুব মোঃ শাহজাহান, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল, ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম. রেজাউল করিম রেজা।

প্রারম্ভে পবিত্র কুরআন তিলাওয়াত করেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন। শেষে দোয়াও করেন তিনি।

অনুষ্ঠানে পরিবহন ও পর্যটন সংশ্লিষ্ট লোকজনসহ বিভিন্ন পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। উদ্বোধনের দিন জাপানের তৈরী ৬ টি এসি বাস নামানো হয় সড়কে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ