Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হালদায় আবারো পাওয়া গেল মৃত ডলফিন

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ৯:৫১ পিএম

দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আবারও মারা গেছে ডলফিন। এ নিয়ে গত কয়েক বছরে ৩৬তম ডলফিনের মৃত্যু হলো এই নদীতে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকার বুড়িসর্তা খালে মৃত ডলফিনটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজরুল কিবরিয়া বলেন, ‘বিকেলে ভাসমান মৃত ডলফিনের খবর পেয়ে আমি স্থানীয় এক লোক দিয়ে ডলফিনটির ওজন ও দৈর্ঘ্য নিরূপণ করি। মৃত ও প্রায় গলিত ডলফিনটির ওজন প্রায় ১২০ কেজি এবং এর দৈর্ঘ্য ৮.৫-৯ ফুট। ডলফিনটি পঁচে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ধারণ করা বা জানা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত (রাত ৮টা) পর্যন্ত ডলফিনটি রাউজানের বুড়িসর্তা খালে ভাসছিল। কেউ উদ্ধার করেনি। এটি উদ্ধার করার দায়িত্ব বনবিভাগ কিংবা উপজেলা প্রশাসনের। ডলফিনটি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে আনার সুযোগ নেই। কারণ এটি গলিত হয়ে গেছে। এটি উদ্ধার করে এখন মাটিচাপা দেওয়া দরকার।’

এ বিশেষজ্ঞ জানান, গত ২০১৭ সেপ্টেম্বর মাস থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালদার ৩৬টি ডলফিন নানা কারণে মারা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ