বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ মো. হারুনুর রশিদ (৩৮) নামে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। হারুন উপজেলার কাবিলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইয়ারপুর মিজি বাড়ির ছায়েদুল হকের ছেলে। সে ৩ ছেলে ও ২ মেয়ের জনক। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১২টার সময় সেনবাগ থানা পুলিশ একটি আমগাছ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের স্ত্রী বিবি খোদেজা জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে হারুন ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। সকালে তার লাশ একটি গাছে ঝুলন্ত দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে খবর পেয়ে সেনবাগ থানার এসআই আজমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।