Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

১. খুদা হাফিজ : চ্যাপ্টার টু অগ্নি পরীক্ষা
২. টিটু আম্বানি
৩. রাষ্ট্র কবচ : ্ওম
৪. রকেটরি : দ্য নাম্বি ইফেক্ট
৫. যুগযুগ জিও

খুদা হাফিজ : চ্যাপ্টার টু অগ্নি পরীক্ষা
ফারুক কবির পরিচালিত অ্যাকশন-থ্রিলার। ২০২০-এর ‘খুদা হাফিজ’ ফিল্মের সিকুয়েল।
নোমান নামে এক কাল্পনিক শহরে নার্গিস (শিবোলিকা ওবেরয়) অপহরণ ও গণধর্ষণের শিকার হয়। সেখান থেকে উদ্ধার পাবার পর নার্গিস তার স্বামী সামিরের (বিদ্যুৎ জামওয়াল) সঙ্গে লখনৌ শহরে এসে থাকছে। সেই দুর্ঘটনার ধকল এখনও সামলে উঠতে পারেনি নার্গিস আর সামির। নার্গিস এক থেরাপির সাহায্য নেয়। এক এতিম মেয়ে নন্দিনীকে দত্তক নেয়। তাদের মনে হয় সুখ পিরে এসেছে আর পরিস্থিতি ঠিক হয়ে আসছে। এই সময় আকাশ ভেঙে পড়ে এই সময় নন্দিনীকে অপহরণ করা হয় আর এক অপরাধের শিকার হয় সে। জানা যায় এক ধনবানের ছেলে এই কাজ করেছে। আর তাকে সমর্থন দিচ্ছে তার দাদী (শিবা চাদ্দা)। প্রধান সাক্ষীকে সরিয়ে ফেলা হয়। প্রতিশোধ নেবার জন্য এক পুলিশের সাহায্য নেয় সামির। বেরিয়ে পড়ে এক এক করে সব অপরাধীকে ঘায়েল করার জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ