Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধনির হত্যার দায়ভার শেখ হাসিনাকে নিতে হবে : মামুন হাসান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ৫:৪১ পিএম

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনির হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসানের নেতৃত্বে সিলেট শহরের শহীদ মিনার থেকে কোর্ট চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে মামুন হাসান বলেন, দেশ বাঁচানোর যোদ্ধা শহীদ বদিউজ্জামান ধনিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে নৃশংসভাবে হত্যা করেছে। তাই ধনি হত্যার দায়ভার মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনাকে নিতে হবে। ফলে খুনি হাসিনার পতন ব্যতীত ধনি হত্যা সহ সকল গুম খুনের বিচার নিশ্চিত করা সম্ভব নয়। কেন্দ্রীয় যুবদল ঘোষিত এই বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর নজিব, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ সহ সিলেট মহানগর ও জেলার যুবদল নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ