Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিব ও মিশার সম্পর্কে ফাটল!

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শাকিব ও মিশা সওদাগরকে ছাড়া অনেক নির্মাতাই সিনেমা নির্মাণের কথা ভাবেন না। অর্থাৎ শাকিবকে নিয়ে সিনেমা করলে মিশাকে অনিবার্যভাবেই লাগবে। বলা যায়, শাকিবের চাহিদার চেয়ে মিশার চাহিদা অনেক বেশি। কারণ মিশা যে কোনো চলচ্চিত্রে অভিনয় করতে পারেন। শাকিব তা পারেন না। ফলে শাকিবকে নিয়ে সিনেমার কথা চিন্তা করলে মিশার কথাও অসম্ভাবীভাবে চলে আসে। তারা দু’জনও একসঙ্গে অনেক সিনেমা করেছেন। তাদের সম্পর্ক বেশ ভালো। তবে অপুকে নিয়ে মিশার মন্তব্যকে কেন্দ্র করে শাকিবের সাথে সম্পর্ক শীতল হয়ে পড়েছে বলে জানা যায়। সা¤প্রতিক মিশা নাকি চিত্রনায়িকা অপুর উধাও হয়ে যাওয়া নিয়ে শাকিবকে জড়িয়ে গণমাধ্যেমে বিবৃতি দিয়েছেন। মিশা বলেছিলেন, অপু কোথায় আছে আমি বলতে পারছি না। তবে এ বিষয়ে শাকিব খান ভালো বলতে পারবেন। শাকিবই অপুর অভিভাবক। এই বক্তব্য শুনে শাকিব মিশার ওপর বেজায় চটেছেন। মিশাকে ইঙ্গিত করে বলেছেন, অপুর অভিভাবক আমি, সেটা উনি জানেন কীভাবে। অযথা এসব মন্তব্য না করে কাজে মনোযোগ দিলে ভালো হবে। মিশা সওদাগরের বলেন, আমি অপুর বিষয়ে শাকিব খানকে জড়িয়ে কোনো কথা বলিনি। অন্য সবার মতো আমার প্রশ্ন ছিল, অপু কোথায়? আমিও অপুকে খুঁজছি। আর অপুর অভিভাবক শাকিব এ কথা আমি কেন বলতে যাব? কিছু গণমাধ্যম আমার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। শাকিবের সঙ্গে আমার মধুর স¤পর্কটি নষ্ট করার জন্য কেউ ষড়যন্ত্র করছেন। তিনি জানান, গত আগস্টে আমি ও শাকিব একসঙ্গে অস্ট্রেলিয়ায় একটি সিনেমার শুটিং করেছি টানা ১৫ দিন। সেখানে অনেক মজা করেছি। আমাদের মধ্যে বড়ভাই-ছোটভাই স¤র্পক। তবে যত কথাই হোক, শাকিব যে মিশার উপর চটেছেন তার প্রমাণ পাওয়া যায় তার সিনেমায় মিশাকে না নিয়ে অমিত হাসানকে ভিলেন হিসেবে নেয়ার জন্য নির্মাতাদের পরামর্শ দেয়া থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ