Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের গল্প নিয়ে আবার চলচ্চিত্রে সঙ্গীতশিল্পী এসডি রুবেল

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ২০১১ সালে সঙ্গীতশিল্পী এসডি রুবেল মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘এভাবেই ভালোবাসা হয়ে যায়’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন শাবনূর। এবার তিনি চলচ্চিত্রের গল্প লিখলেন। তার গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘বৃদ্ধাশ্রম’। এর চিত্রনাট্য করেছেন কমল সরকার। সরকারি অনুদানের চলচ্চিত্রটি নির্মাণ করছেন স্বপন চৌধুরী। এতে নায়ক হিসেবে রয়েছেন এসডি রুবেল নিজেই। গত ২১ নভেম্বর থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। এতে তার বিপরীতে আছেন ববি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, শম্পা রেজা ও মাহমুদুল ইসলাম মিঠু। এসডি রুবেল বলেন, ‘এভাবেই ভালোবাসা হয়ে যায়’ মুক্তির পর আমি আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু বৃদ্ধাশ্রম’র গল্পটি যেহেতু আমার নিজের এবং এটি যেহেতু সরকারি অনুদান পেয়েছে, তাই কাজটি করছি। আমি আমার চরিত্রটিতে যথাসম্ভব মনোযোগ দিয়ে অভিনয় করার চেষ্টা করছি। বৃদ্ধাশ্রম প্রেম, ভালোবাসা, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির চলচ্চিত্র। আমরা প্রত্যেকে খুব মনোয়োগ দিয়ে কাজটি করছি।’ সৈয়দ হাসান ইমাম বলেন, ‘চলচ্চিত্রটিতে আমি দাদার চরিত্রে অভিনয় করছি। এতে আমার ছেলের চরিত্রে মিঠু এবং ছেলের স্ত্রীর চরিত্রে শম্পা রেজা অভিনয় করছেন। তাদের ছেলের চরিত্রে অভিনয় করছেন রুবেল। তো আমাকে একটা সময় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু তার প্রতিবাদ করে আমার নাতি রুবেল। খুব ভালোলাগছে কাজটি করে। খুব কাছে থেকে জীবনকে অন্যরকমভাবে উপলদ্ধি করতে পারছি এই চরিত্রে অভিনয় করে।’ এসডি রুবেল জানান, নতুন বছরের মার্চ অথবা এপ্রিল মাসে মুক্তি দেয়ার লক্ষ্যে ‘বৃদ্ধাশ্রম’র নির্মাণ কাজ চলছে। এদিকে এসডি রুবেলের ৩৭তম একক অ্যালবাম ‘অচেনা শহর’ ডিজিটাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। চলতি বছরের শেষপ্রান্তে সিডি আকারে বাজারে পাওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ