Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মার এক কাতল মাছের দাম ৩০ হাজার টাকা

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ২:০৫ পিএম | আপডেট : ২:৪৫ পিএম, ১৪ জুলাই, ২০২২

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো বিশাল এক কাতল মাছ। মাছটির ওজন ২০ কেজি।মাছটি বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়।

বৃহস্পতিবার ১৪ জুলাই সকাল ১১ টার দিকে ৭নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে গায়া ফ্যাশন জাল ফেলে বিশাল আকৃতির কাতল মাছটি ধরেন সিরাজগঞ্জের জেলে বাবুল হলদার। মাছটি ৬ নং ফেরি ঘাটে পাশে জাহিদের আড়ৎতে নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যাবসায়ী নুরু শেখ মাছটি ১৪ শত টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয়। সে সময় উৎসুক জনতারা মাছ টি এক নজর দেখার জন্য ভিড় জমায়। পরে মাছটি ১৫ শত টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর নিটক বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলা সহকারি মৎস্য কর্মকতা রেজাউল শরীফ বলেন, নদীতে জোয়ার থাকায় এখন মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। এসকল মাছ ফ্যাশন জালে ধরা পড়ে।এত বড় মাছ খেতে খুবী সুস্বাদু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ