প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ‘প্রকৃতি ও মানব হত্যার বিরুদ্ধেÑ মুক্তির উৎসবে’ ¯েøাগানকে সামনে রেখে বটতলা দু’বছর পরে আবারো আয়োজন করতে যাচ্ছে ২০১৫-১৬ সালের নতুন নাটকের উৎসব ‘বটতলা রঙ্গমেলা-২০১৬’। এটি তাদের ২য় উৎসব। আগামী ১Ñ১০ ডিসেম্বর নাটক সরণি (বেইলি রোড)-এর মহিলা সমিতিতে হতে যাচ্ছে এই উৎসব। উৎসবে বাংলাদেশের ৭টি ও বিদেশের ৩টি দল তাদের নাটক পরিবেশন করবে। উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমকে আরেফ, ফয়েজ জহির, আজাদ আবুল কালাম, নুনা আফরোজ। উৎসবে যেসব নাটক মঞ্চস্থ হবে সেগুলো হচ্ছে ১ ডিসেম্বর বটতলার নতুন নাটক ক্রাচের কর্নেল-এর প্রথম মঞ্চায়ন, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ২ ডিসেম্বর ভারতের কোচবিহারের নাট্যদল কম্পাসের নাটক ‘চুপ আদালত চলছে’, ৩ ডিসেম্বর যশোরের বিবর্তনের মাত্ব্রিং, ৪ ডিসেম্বর নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’ ৫ ডিসেম্বর ভারতের হাওড়ার নটধা’র নাটক ‘অথৈ’, ৬ ডিসেম্বর প্রাঙ্গণেমোরের ‘কনডেমড সেল’, ৭ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘কারবালার জারি’, ৮ ডিসেম্বর আরণ্যক নাট্যদলের ‘দি জুবলী হোটেল’, ৯ ডিসেম্বর থিয়েটারের ‘মায়ানদী’ এবং ১০ ডিসেম্বর ইরানের ক্রেইজি বডি গ্রæপের নাটক ‘দ্য মাড’। প্রতিদিন নাটক শেষে থাকছে পরিচালকের সাথে দর্শকের রঙ্গ আড্ডা। প্রতিদিন নাটক মঞ্চস্থ হবে সন্ধ্যা ৭টায়। এছাড়া ৯ ডিসেম্বর শুক্রবার শিশুদের জন্য থাকছে বিশেষ আয়োজন। সকাল ৯টায় আর্ট ক্যাম্প এবং সকাল ১১টায় শিশুদের জন্য বটতলার নাটক ‘মধুশিকারী’। বটতলা এই উৎসবের মাধ্যমে মঞ্চের একজন গুণী শিল্পীকে আজীবন সম্মাননা প্রদান করে থাকে। ১০ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের দিন আজীবন সম্মাননা প্রদান করা হবে খ্যাতিমান অভিনেতা আলী যাকেরকে। উল্লেখ্য, এবারে ১০ দিনব্যাপী এই আয়োজনে থাকছে ঢাকার বাইরে যেসকল নাট্যকর্মী আছেন যারা নীরবে দীর্ঘদিন ধরে নাট্যচর্চাকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং করছেন, ৮টি বিভাগের তেমনি ৮ জন নাট্যকর্মীকে সম্মাননা প্রদান করা হবে। এছাড়া প্রতিদিন বহিরাঙ্গনে নাটক, গান, পারফরমেন্সসহ থাকছে বিভিন্ন আনন্দ আয়োজন, যা শুরু হবে বিকেল ৫.৩০ মিনিটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।