Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হচ্ছে নানা-নাতির জাতীয় গম্ভীরা উৎসব

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দেশীয় বিনোদন ও সচেতনতার অনুষঙ্গ ঐতিহ্যবাহী গম্ভীরা বহুকাল ধরেই গ্রাম-বাংলার মানুষের বিনোদনের খোরাক জুগিয়ে আসছে। প্রথমবারের মতো জাতীয়ভাবে লোকসংস্কৃতির আকর্ষণীয় অনুষঙ্গ নানা-নাতির গম্ভীরার উৎসব দেখতে পাবেন দর্শক। আগামী ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বকুলতলা উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে জাতীয় গম্ভীরা উৎসব-২০১৬। উৎসবের আয়োজক সংগঠন দিয়াড়ের আহŸায়ক আনোয়ার হক জানান, অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সমাপনী দিনের প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক। দুদিনব্যাপী আয়োজনটি দর্শকরা উপভোগ করতে পারবেন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি সুরক্ষা, বিকাশ, প্রচার-প্রসার, গবেষণা এবং উৎসবের মাধ্যমে উদযাপনের লক্ষ্য নিয়ে কাজ করছে জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা দিয়াড়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মোট ১০টি গম্ভীরা দল অংশ নেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ