Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিভিকে বিদায় দিয়েছেন প্রাচী দেশাই

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন জগতে অভিনেত্রী প্রাচী দেশাইয়ের যাত্রা কিন্তু টেলিভিশন থেকে। সম্ভবত এখনও তার পরিচিতি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে। বলিউডের একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করলেও ছোট পর্দার সেই ইমেজ এখনও ঝেরে ফেলতে পারেননি। অথচ তিনি জানিয়েছেন টেলিভিশনকে তিনি চিরতরে বিদায় দিয়েছেন।
২০০৬ সালে জি টিভির ‘কসম সে’ সিরিয়ালে বানি ওয়ালিয়ার ভ‚মিকায় অভিনয়ে তার অভিষেক হয়েছিল। এরপর তিনি স্টার প্লাসের কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালেও অভিনয় করে।
২০০৮ সালে ‘রক অন!!’ দিয়ে বলিউড চলচ্চিত্রে তা অভিষেক হলেও তিনি টিভিকে একবারে বিদায় দেননি। বেশ কিছু রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি তার অভিনয়ে ‘রক অন টু’ মুক্তি পেয়েছে।
তাকে দিন কয়েক আগে জিজ্ঞাসা করা হয় তিনি আবার টিভিতে কাজ করবেন কিনা, তিনি হেসে জবাব দেন, “না, এই মাধ্যমটিকে আমি বিদায় দিয়েছি, যখন আমি আমার প্রথম চলচ্চিত্রে কা শুরু করি। তবে টিভিতে এখন অনেক বিচিত্র কাজ হচ্ছে। ফিরতে পারি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে বা মনে ধরে এমন কোনও শোতে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ