Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের গানের মডেল হলেন বলিউডের শেফালী জরিওয়ালা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১২:০২ এএম

একসময়ের বলিউডের আলোচিত মডেল ‘কাটালাগা’ খ্যাত শেফালী জরিওয়ালা এবার বাংলাদেশের গানের মডেল হয়েছেন। ‘পীরিতের কারবার’ শিরোনামে একটি গানের মডেল হয়েছেন তিনি। গানটি গেয়েছেন এ প্রজন্মের সঙ্গীতশিল্পী নাদিয়া ডোরা। আজ প্রযোজনা সংস্থা টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি মুক্তি দেয়া হবে। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তাপস। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। গানটি নিয়ে নাদিয়া ডোরা বলেন, এ গানটা আমার জন্য অনেক ¯েপশাল। এ গানের সাথে আমার অনেক ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে। এটিই আমার প্রথম মৌলিক গান। তাপস ভাইয়ার কথা সুর ও অসাধারণ ক¤েপাজিশনে, মুন্নী ভাবির স্টাইলিং এ শেফালী জারিওয়ালার পারফরম্যান্সে গানটি অনবদ্য হয়েছে। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আশা করছি, গানটি শ্রোতাদের দারুণ ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ