Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার দেবের নায়িকা ‘যমুনা ঢাকী’ শ্বেতা ভট্টাচার্য

| প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

খুব শীঘ্রই বড় পর্দায় যাত্রা শুরু করতে চলেছেন ‘যমুনা’। আসলে যেকোনো বিনোদন ক্ষেত্রই বড়ই অদ্ভুত। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের বড়পর্দায় নিজেদের নাম তুলতে দীর্ঘদিন স্ট্রাগল করতে হয়, আর একবার বড়পর্দায় নিজের নাম প্রতিষ্ঠা করতে পারলেই তাঁর লাইফ এক্কেবারে সেট। হ্যাঁ, টলিউডের অনেক ছোটপর্দার অভিনেত্রীরা এখন টলিউডের বড়পর্দায় রাজ করছেন। আর সেই তালিকায় প্রথমেই নাম যায়, মধুমিতা সরকার, শোলাঙ্কি রায় প্রমুখ অভিনেত্রীদের। এবার সেই দলে নাম লেখাতে চলেছেন, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’ খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। খুব শীঘ্রই সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি, তাও আবার সুপারস্টার দেব-এর সঙ্গে।
তাহলে কী, দেব-এর নায়িকা হতে চলেছেন টেলিপাড়ার যমুনা? কিন্তু কোন সিনেমায়? শোনা গিয়েছে, অভিজিৎ সেন পরিচালিত, দেব-এর নতুন ছবি ‘প্রজাপতি’তেই দেবের বিপরীতে অভিনয় করবেন শ্বেতা। আর এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগে থেকেই উত্তেজনার শেষ নেই। কারণ এই ছবির হাত ধরেই দীর্ঘ ৪৬ বছর পর ফের পর্দায় জুটি বাঁধছেন ‘মৃগয়া’ জুটি মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর। সঙ্গে এই ছবির মাধ্যমেই টলিউড পাবে নতুন জুটি দেব ও শ্বেতাকে। সুতরাং এই ছবি নিয়ে যে, সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে তা বলাই বাহুল্য। আর সব ঠিক থাকলে এই ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক করবেন শ্বেতা ভট্টাচার্য। ইতিমধ্যেই টেলিমহলে বেশ ভালই নাম প্রতিষ্ঠা করে নিয়েছেন শ্বেতা। এ বার টলিউডের নতুন যাত্রায় তিনি।
‘প্রজাপতি’তে দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে শ্বেতাকে। বলাই বাহুল্য, ছবিতে পুরনো জুটির পাশাপাশি নতুন জুটিকেও দেখতে পারবেন বঙ্গবাসী। এই ছবিটি তৈরি হচ্ছে মূলত বাবা ও ছেলের গল্প নিয়ে। যদিও দেবের বিপরীতে যে অভিনয় করবে, তাঁর চরিত্রটা প্রথাগত নায়িকাদের মতো নয়, তাই প্রথম থেকেই নতুন মুখ খুঁজছিলেন পরিচালক ও প্রযোজক। এবার সেই জায়গায় এলেন, ‘সিঁদুরখেলা’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’ সহ সাতটি ধারাবাহিকে মুখ্য চরিত্র শ্বেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছিলেন, ছোটো পোশাক, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে স্বচ্ছন্দ বোধ করেন না তিনি। ‘প্রজাপতি’তে এমন কোনো দৃশ্য নেই, তাই তিনি এই ছবিতে অভিনয় বেছে নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ