Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলের শিশুরাও বাবা-মায়ের সাথে গিয়ে আমার সিনেমা দেখে -অনন্ত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০১ এএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের দিন : দ্য ডে সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে। ইতোমধ্যে সিনেমাটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। অনন্ত ও বর্ষা ঈদের ছুটিতেও সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিভিন্ন সিনেমা হলে যাচ্ছেন। ঈদের দিন সন্ধ্যা ৬টায় গিয়েছিলেন যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে। সেখানে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখেন। এর মধ্যে কথা বলেন ভয়েস অফ আমেরিকার সাথে। তিনি বলেন, মন্ত্রী থেকে কৃষক পর্যন্ত আমার সিনেমার দর্শক। তিনি বলেন, আমাকে হল মালিকরা চিঠি লিখে বলেছিল, আপনার ছবি দেখতে আসে সব বড় বড় মানুষেরা, বিএমডব্লিউ গাড়ি নিয়ে, অডি গাড়ি নিয়ে। আমাদের এখানে গাড়ি রাখার জায়গা নাই। অনন্ত বলেন, বলাকা সিনেমা হলের সামনে অনেক বড় জায়গা, সেখানে গাড়ি রাখার জায়গা থাকে না। আমার দর্শক মিনিস্টার লেভেল থেকে একেবারে কৃষক লেভেল পর্যন্ত। আমি আজ পর্যন্ত এমন একজন লোক পাইনি, যে আমার ছবি দেখেনি। একজন আমাকে বলেছে, আজ থেকে ২০ বছর আগে আপনার ছবি দেখেছি, আজ আপনার ছবি দেখলাম। যারা নিয়মিত ছবি দেখেন, তারা তো দেখেনই। স্কুলের শিশুরা পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে গিয়ে আমার ছবি দেখে। যদি কাউন্ট করেন, ওয়ান টু টেন, তাহলে ওয়ান টু টেন-ই আমার ছবি দেখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ