Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনি-অ্যাম্বার মামলায় নতুন মোড়

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

সম্প্রতি জনি ডেপ তাঁর প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের দ্বারা ইচ্ছাকৃতভাবে মানহানিকর পরিস্থিতির শিকার হয়েছিলেন বলে দাবি করেছে তার বিমার সংস্থা। সেখানে দাবি করা হয়েছে অ্যাম্বারের বীমা কোম্পানির তরফে এই বলে যে মার্কিন আদালতে অ্যাম্বার হার্ডকে অভিনেতা জনি ডেপকে যে ক্ষতিপূরণ দিতে বলা হয়, তা আর্থিক অবস্থার দোহাই দেখিয়ে অ্যাম্বারের তরফে দিতে অস্বীকার করা হয়। ১ জুনের এই রায়ে অ্যাম্বারকে আদালতের তরফে জনি ডেপকে ১০ মিলিয়ন ক্ষতিপূরণ এবং ৫ মিলিয়ন শাস্তিমূলক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, অ্যাম্বারকে সামগ্রিকভাবে ২ মিলিয়ন ডলার দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল কিন্তু জনি ডেপ মানহানি মামলায় অ্যাম্বার হার্ডের এর আইনি দল নতুন বিচার চায়।
অন্যদিকে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে বীমা কোম্পানি মামলা করেছে যাতে প্রাক্তন স্বামী জনির বিরুদ্ধে মানহানির মামলায় তাঁকে যাতে প্রাক্তন স্ত্রী অ্যাম্বারের কোনোরকম ক্ষতিপূরণ দিতে না হয় সেই বিষয়টি দেখা হচ্ছে। কিন্তু অ্যাম্বার হার্ড যদি আদালতে এই বিষয়ে আর কোনও আপিল করে তাহলে অ্যাম্বারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হতে পারে যে রকম আগে তাঁকে দেওয়া হয়েছিল।
নিউইয়র্ক মেরিন অ্যান্ড জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সেন্ট্রাল ডিস্ট্রিক্ট এর কোর্টে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে। ওই প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অ্যাম্বারের ১ মিলিয়ন লায়াবিলিটি পলিসি ওই কোম্পানির সঙ্গে রয়েছে। কাজেই সে অনায়াসে জনিকে একটি অংশের ক্ষতিপূরণ দিতেই পারে। যদিও বীমা কোম্পানির তরফে এ কথা অস্বীকার করা হয়েছে। যদি অ্যাম্বারের বিরুদ্ধে ইচ্ছাকৃত অসদাচরণ করার মত কোনও তথ্য পাওয়া যায় তাহলে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগে জনির বিরুদ্ধে অ্যাম্বার গার্হস্থ্য হিংসার অভিযোগ নিয়ে এসেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ