Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালতলীতে মুক্তিযোদ্ধা পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

আমতলী(বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

বরগুনার তালতলীতে মুক্তিযোদ্ধা পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে খুনী ও ডাকাত ইলিয়াস খা ও তার দলবল। রাস্তায় বেরুলেই দা দিয়ে কোপানোর জন্য ধাওয়া ও জীবন নাশের হুমকি।
কোরবানীর দিন ১০ জুলাই বেলা ৩ টায় তালতলীর দ: গাববাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল গনি তালুকদারের নাতি মো: রায়হান তালুকদার জ্বর নিয়ে পিকে স্কুল বাজারে ঔষুধ আনতে যাওয়ার সময় ডাকাতি মামলার সাজা প্রাপ্ত ফেরারী আসামী ইলিয়াস খা ও ছালাম খা দা নিয়ে কোপানোর উদ্দেশ্যে মো: রায়হান তালুকদারকে ধাওয়া করে। প্রাণ ভয়ে মো: রায়হান তালুকদার দৌড়ে বাড়ি ফিরে আসে। খবর পেয়ে তালতলী থানার এ এস আই মো: শাহিন সরজমিনে আসার পথে পিকে স্কুল সন্নিকটে ডাকাত ইলিয়াসের সাথে দেখা হলে এ এস আই মো: শাহিন তার কাছে জানতে চান ডাকাত ইলিয়াসের বাড়ি কোন দিকে। ডাকাত ইলিয়াস পুলিশকে পথ দেখিয়ে সেখান থেকে শটকে পড়ে।
পুলিশ ইলিয়াসের বাড়ি ঘুড়ে এসে পথিমধ্যে ইলিয়াস যে খুনি, ডাকাত, ফেরারি এসব বিষয় জানতে পারেন ঐ গ্রামের লোকজনের কাছে।
পুলিশে খবর দেওয়ার আক্রোশে রাতে মো: রায়হান তালুকদারদের জমি চুপচাপি চাষ করে ফেলে। এভাবে একের পর এক ডাকাত ইলিয়াস খাদের অন্যায় অত্যাচারে পরিবারটি অতিষ্ঠ হয়ে উঠেছে।
তদন্ত কর্মকর্তা তালতলী থানার এ এস আই মো: শাহিন জানান, তারা শিকার করেছে মো: রায়হানকে দা দিয়ে কোপানোর জন্য ধাওয়া দেওয়ার কথা। এলাকায় জানতে পেরেছি যে ডাকাত ও খুনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ