Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিতাসে হাতাহাতিতে এক কৃষকের মৃত্যু

তিতাস(কুমিল্লা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

কুমিল্লার তিতাসে দুই কৃষকের মধ্যে হাতাহাতির ঘটনায় হরে কৃষ্ণ (৬০) নামে একজনে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১১ জুলাই) সকাল ৯ টায় উপজেলার জগতপুর ইউনিয়ন ভাটিপাড়া গ্রামে।
নিহত হরে কৃষ্ণ ভাটিপাড়া গ্রামের মৃত গোবিন্দর ছেলে, তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটিপাড়া গ্রামের হরে কৃষ্ণ সোমবার সকালে তার বাড়ির সামনে নিজের ফসলি জমি ধান ক্ষেত থেকে ঘাস আনতে গেলে পাশাপাশি গ্রাম জগতপুর তালুক পাড়ার মৃত নুরু মিয়ার ছেলে মজিব মিয়া মারধর করে। পরে হরে কৃষ্ণ এলাকার বিচারকদের কাছে বিচার চাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে প্রায় এক দেড় ঘন্টা পর কফিল উদ্দিন মাস্টারের বাড়ির সামনে রাস্তায় এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী অবলা জানান, আমার স্বামী গরুর জন্য ঘাস কেটে আটি বেদে ক্ষেতের আইল দিয়ে হেঁচড়ে আনার করনে আমার স্বামীকে জগতপুর তালুক পাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মজিব মারধর করে এবং কাঁচি দিয়ে আমার স্বামীর বাম হাতের কব্জিতে আঘাত করে, কিছুক্ষণ পরেই আমার স্বামীর মৃত্যু হয়, আমি এর বিচার চাই। নিহতের ছেলে হেলাল বলেন,আমার বাবা দুই আমন ধান ক্ষেতের আইলের মাঝ খান দিয়ে ঘাসের আটি আনার কারনে মজিব মিয়ার ধান ক্ষেত নাকী নষ্ট হয়ে গেছে সেই কারনে আমার বাবাকে মারধর করেছে এবং কাঁচি দিয়ে বাবার হাতের কব্জিতে আঘাত করে।
আমার বাবা বিচারকদের কাছে বিচার চাইতে গেলে শুনি রাস্তায় অজ্ঞান হয়ে পরে গেছে তখন আমরা দৌড়ের গিয়ে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। অভিযুক্ত মজিবের স্ত্রী বলেন, শুনছি ধান ক্ষেতের মধ্যে হাতাহাতি হইছে এবং কাঁচি আঁচড় লাগছে কিন্তু ওইখানে কিছু হয় নাই, প্রায় এক দেড় ঘন্টা পর আমাদের এলাকার মুরব্বিদের কাছে বিচার দিতে এসে নাকী কফুল উদ্দিন মাষ্টারের বাড়ির সামনে রাস্তায় মাথা ঘুরান দিয়ে পরে যায়। তখন আশপাশের লোকজন এসে মাথায় পানি ঢালে এবং তাহার ছেলেদের খবর দেয় তারা এসে তিতাস সরকারী হাসপাতালে নিয়ে যায়।পরে শুনছি মারা গেছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ