রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠির রাজাপুরের চল্লিশকাহনিয়া এলাকার বিষখালী নদীর ভাঙনরোধে অবিলম্বে বেড়িবাঁধ নির্মাণ ও ফেরি চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার বিকেলে চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকায় স্থানীয়দের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, নদী ভাঙনের শিকার অসহায় ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধনে রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, বড়ইয়া ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সরু মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক গোলাম মোস্তফা মহারাজ, ইউপি সদস্য মামুন হোসেন, জিয়া সুমন, বালী তাইফুর রহমান তূর্য ও জুবায়ের হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা জানান, বিষখালী নদীর ভাঙনে ফসলি জমি, বসতঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। বর্তমানে বড়ইয়া বিশ^ বিদ্যালয় কলেজসহ বেশি কিছু স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বসতঘর চরম ঝুঁকিতে রয়েছে। তাই অবিলম্বে বাঁধ নির্মাণ করার দাবি জানান তারা। এদিকে বিষখালি নদীতে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ রাজাপুরের চল্লিশ কাহনিয়া থেকে নলছিটি উপজেলার তেতুলবাড়িয়া নৌকায় পারাপার করে। তাই চল্লিশকাহনিয়া থেকে তেতুলবাড়িয়ার বিষখালী নদীতে দ্রুত ফেরি চালুর দাবি করেন বক্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।