বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদুল আযহার দ্বিতীয় দিন থেকে কক্সবাজারে পর্যটক সংখ্যা বাড়তে শুরু করেছে। আজ বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা গেছে বিপুল সংখ্যক পর্যটকের পদচারণা। বিদেশি অনেক পর্যটকদের দেখা গেছে সৈকতে। শুধু সমুদ্র সৈকত নয় কক্সবাজারের সব বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। যেমন ইনানী, হিমছড়ি, টেকনাফ, মহেশখালী ও ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কেও পর্যটক সংখ্যা বাড়ছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে পর্যটকদের নির্বিঘ্নে যাতায়াত এবং নিরাপত্তার জন্য কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ। তিনি জানিয়েছেন ঈদুল আযহার পরে কক্সবাজারে ব্যাপক হারে পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। তাই এসব পর্যটকদের যাতায়াত এবং বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা সহকারে যাতে তারা ঘোরাফেরা করতে পারে তার জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি টুরিস্ট পুলিশ বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি সহ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি দেশ-বিদেশের পর্যটকদের নির্বিঘ্নে কক্সবাজার ভ্রমণের জন্য আহ্বান জানান।
কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস সমিতির নেতা আলহাজ্ব আবুল কাশেম সিকদার জানিয়েছেন, হোটেল গুলোতে আজ পর্যন্ত আশারুপ বুকিং হয়নি। তবে আগামীকাল ঈদের তৃতীয় দিন থেকে পর্যটক সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি দেশ-বিদেশের পর্যটকদের কক্সবাজার ভ্রমণের জন্য আহ্বান জানান। পাশাপাশি হোটেল মোটেল ও গেস্ট হাউস মালিক সহ পর্যটক সেবায় নিয়োজিত সবাইকে মানসম্মত সেবা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।