প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
খ্যাতিমান ড্রামার রুমি রহমান আর নেই। আজ সোমবার ব্রেন স্ট্রোক করে ভোর ৫টা ৪০ মিনিটে ধানমন্ডির নিজ বাসায় মৃত্যু হয়েছে তার। সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন তার স্ত্রী বর্ষা চৌধুরীসহ একাধিক সংগীতশিল্পী।
বর্ষা জানান, ঈদের দিন পরিবারের সদস্যদের সঙ্গে বেশ আনন্দঘন পরিবেশে সময় কাটান তিনি। সবাইকে সঙ্গে নিয়ে রাতের খাবারও খান। এরপর একমাস বয়সী ছেলেকে বুকে নিয়ে ঘুমাতে যান রুমি। ভোর চারটার দিকে স্ত্রীকে জানান, তার খারাপ লাগছে। এ কথা শুনে পরিবারের সদস্যরা তাড়াহুড়ো করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাকে। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে সেখানকার দায়িত্বরত চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
রুমির মরদেহ আপাতত ধানমন্ডির বাসায় রাখা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, ঢাকায় দাফন করা হবে তাকে।
দেশের প্রথম সারির কয়েকটি ব্যন্ডের সঙ্গে বাজিয়েছেন রুমি। এর বাইরে ব্যান্ডের গানের অনেক অ্যালবামেও ড্রামার হিসেবে যুক্ত ছিলেন তিনি। এদেশের হাতেগোনা কয়েকজন ড্রামারের একজন বিবেচনা করা হয় তাকে। তবে সম্প্রতি সংগীতে আগের মতো নিয়মিত ছিলেন না তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।