Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আজ টিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় যা থাকছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২২, ১০:৩৪ এএম

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যেকোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেলগুলো। প্রতিবারের মতো ঈদুল আযহায় এবারের ঈদের দিনে চ্যানেলগুলোর বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

চ্যানেল আই: ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অনাকাংক্ষিত বিয়ে’। রচনা নঈম ইমতিয়াজ নেয়ামুল ও মারুফ রেহমান। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। বিকেল ৪টা ১০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘প্রথম প্রথম প্রেম’। রচনা ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম, নাবিলা, আরশ খান প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দর্শক দেখবেন বিশেষ নাটক ‘খোঁপা’। রচনা মাসুম রেজা এবং পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে তানজিকা আমিন, সালাহউদ্দিন লাভলু, পারভেজ প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে দর্শক দেখবেন নাটক ‘গল্পের নাম যা হয় না’। মূল গল্প রাবেয়া খাতুন। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে আহসান হাবিব নাসিম, তানিয়া আহমেদ, মুমতাহিনা টয়া প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রয়েছে শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোট কাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।

আরটিভি: দুপুর ২টা ১০মি: ওয়ার্ল্ড প্রিমিয়ার ওয়েব ফিল্ম ‘সাপলুডু’। পরিচালক- গোলাম সোহরাব দোদুল রাজ। অভিনয়ে- আরিফিন শুভ, বিদ্যা সিনহা মীম, জাহিদ হাসান, তারিক আনাম খান প্রমুখ। বিকেল ৫টা ৩০মি: বিইয়ং স্টার শিল্পীদের নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ক্লাব ইয়ং স্টার’ পর্ব ১। প্রযোজক- সোহাগ মাসুদ। সন্ধ্যা ৬.০০মি: ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ভাইরাজ’। রচনা- কাজী জামান ও পরিচালনায়- ইসমে আজম স্বপন। অভিনয় করেছেন- জাহিদ হাসান, শেহতাজ মুনীরা হাশেম, মিনু মমতাজ, মানস বন্দোপাধ্যায়, তামিমা মিতু, আফরোজা হোসেনসহ অনেকেই। সন্ধ্যা ৭.০০মি: একক নাটক ‘অবসরপ্রাপ্ত প্রেমিক’। রচনা- শফিকুর রহমান শান্তনু, পরিচালনায়- সকাল আহমেদ। অভিনয়ে- ঋষি কৌশিক, চিত্রনায়িকা আঁচল প্রমুখ। রাত ৮.০০মি: একক নাটক ‘মেঘলা’। রচনা ও পরিচালনা- মারুফ হোসেন সজীব। অভিনয়ে- তৌসিফ মাহবুব,তানজিন তিশা প্রমুখ। রাত ৯.০০মি: ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ড্রিম ট্যারেস’। রচনা- বৃন্দাবন দাস, পরিচালনায়: নিয়াজ মাহবুব। অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, অহনা রহমান, আহসান হাবিব নাসিম, শাহনাজ খুশি, ডলি জহুর, আজিজুল হাকিমসহ অনেকেই। রাত ৯টা ৩০মি: একক নাটক ‘প্রিয় খেয়ালে ২’। রচনা- মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনায়- রুবেল হাসান। অভিনয় করেছেন- অপূর্ব, সাবিলা নূর, আনন্দ খালেদ, শাহেদ শরীফ খান প্রমুখ। রাত ১১.০০মি: একক নাটক ‘ব্যাম্বো হাশেম’। রচনা- জুয়েল এলিন, পরিচালনায়- তাইফুর জাহান আশিক। অভিনয় করেছেন: মোশাররফ করিম, নিলাঞ্জনা নীলা, শরাফ আহমেদ জীবন, মুসাফির বাচ্চু প্রমুখ।

জিটিভি: দুপুর ০২.১৫ মিনিটে ব্লকবাস্টার মুভিজ ‘ঢাকা অ্যাটাক’(আরেফিন শুভ, মাহিয়া মাহি)। বিকাল ০৫.১০ মিনিটে বিশেষ রান্নার অনুষ্ঠান ‘উৎসবের রান্না’। সন্ধ্যা ০৬.৩০ মিনিটে ঈদে কর্মরত পেশাজীবীদের নিয়ে অনুষ্ঠান ‘যাদের ত্যাগে আমাদের উৎসব’। সন্ধ্যা ০৭.৫০ মিনিটে বিশেষ রান্নার অনুষ্ঠান ‘ঈদের রান্না’ (রন্ধন শিল্পী নাজমা হুদা)। রাত ০৮.৩০ মিনিটে ড্রামা সিরিজ ‘সুলতান সোলেমান’ – ১ম পর্ব (জাহিদ হাসান, ভাবনা, ডাঃ এজাজ)। রাত ০৯.০৫ মিনিটে রোমান্টিক নাটক ’ড্রিম গার্ল’ (সজল, সারিকা)। রাত ১০.৫০ মিনিটে ঢাকার আঞ্চলিক ভাষার নাটক ‘ঘর বন্দি (আখম হাসান, শামীম জামান, ফারজানা রিক্তা)। রাত ১১.৪০ মিনিটে চলচ্চিত্র তারকাদের নিয়ে বিশেষ সেলিব্রেটি শো ‘তারা Star’ (মাহিয়া মাহি)। রাত ১২.১৫ মিনিটে মধ্যরাতের ছায়াছবি ‘অবুঝ শিশু’(মান্না, মৌসুমী, দিঘি)।

বৈশাখী টিভি: বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক পরিপূর্ণ ভালোবাসা। ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারি, উর্মিলা শ্রাবন্তী কর, মৌমিতা মৌ প্রমুখ। রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক কোরবানীর হাট। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, ঝুনা চৌধুরী, দিলারা জামানসহ আরও অনেকে। টিপু আলম মিলনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এসএ হক অলিক।

এটিএন বাংলা: বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘করাপশন’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাজু খাদেম, তাসনিয়া ফারিণ, মনিরা মিঠুসহ আরও অনেকে। রাত ৭টা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ একক নাটক ‘রঙ্গীলা’। শিহাব শাহীনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাবিলা নূর। রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ। রাত ১১টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘আপনজন’। এতে অভিনয় করেছেন অপূর্ব ও কেয়া পায়েল। টেলিফিল্মটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ।

চ্যানেল নাইন: রাত ৮টায় চ্যানেল নাইনে প্রচার হবে একক নাটক সুন্দরী বৌ। হাসান রেজাউলের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাওন,চমকসহ আরও অনেকে। রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে ফোক সম্রাজ্ঞী মমতাজের একক সঙ্গীতানুষ্ঠান। এছাড়া ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত বিকেল ৫টায় চ্যানেল নাইনে প্রচার হবে সেলিব্রেটিদের নিয়ে আড্ডা “ঈদ স্টার: পরিচালনা জে.এন.এইচ.এম হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনা শান্তা জাহান। অতিথি থাকবেন- চিত্র নায়ক সিয়াম,চিত্র নায়িকা বুবলী, দিলারাজামান,ক্রিকেটার জাহানার,নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, সম্মানীত চিত্রশিল্পী ও কার্টুনিস্ট রফিকুন নবী।

এনটিভি: রাত ৭টা ৫৫মিনিটে এনটিভিতে প্রচার হবে একক নাটক টাকা। নাহিদুল ইসলামের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন নুর ইমরান মিঠু। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনুভা তিশা, ইকবাল হোসেন, ডিকন নূর, নাজ নাজনীন, আহমেদ ফারুক, আয়েশা, হাসনা প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক চাকুরী নয় চাকর। শিহাব শাহীনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, নাজিবা বাশার, আশরাফুল আলম সোহাগ, বাশার বাপ্পী, রিমু রেজাসহ আরও অনেকে।

মাছরাঙা: ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত মাছরাঙা টিভিতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক চরিত্র সনদ। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, উর্মিলা, জয়রাজ, শাহনাজ খুশী প্রমুখ। ঈদের দিন বিকেল ৫টা ৫০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটক পূর্ব পশ্চিম। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী মৌ প্রমুখ। মুনতাহা বৃত্তার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল।

বাংলাভিশন: দুপুর ২টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘চাঁটগাইয়া গোলমাল’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে অভিনয় করেছেন সাবিলা নূর, মুকিত জাকারিয়া, নাবিলা, ইরফান সাজ্জাদ, চিত্রলেখা গুহসহ আরও অনেকে। এছাড়া ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টায় বাংলাভিশনে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক ‘গফুরের জোড়া জামাই’। স্বাধীন শাহর পরিচালনায় এতে অভিনয় করেছেন আখম হাসান, শামীম জামান, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, রেজবিন, সেতু, হান্নান শেলী ও আরও অনেকে। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে নাটক ‘সে ছিল আমার’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ, তানজিন তিশা ও আরও অনেকে। রাত ১১টা ৩৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘ব্যাচেলর কুরবানি’। কাজল আরেফিন অমির পরিচালনায় এতে অভিনয় করেছেন পলাশ, মারজুক রাসেল, চাষী আলম ও আরো অনেকে।

একুশে টিভি: ঈদের দিন রাত ৮টায় একুশে টিভিতে প্রচার হবে ঈদের বিশেষ নাটক লাইভ গেইম। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, নাদিয়া মিম, টুটুল চৌধুরীসহ আরও অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। রাত ১০টায় একুশে টিভিতে প্রচার হবে ঈদের বিশেষ নাটক জোর করে বিয়ে’। কানিজ শারমিনের রচনা ও জুয়েল হাসানের পরিচালনায় নাটটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, চমকসহ আরও অনেকে।

দীপ্ত টিভি: ঈদের দিন দুপুর ১টায় দীপ্ত টিভিতে প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’। তৌকির আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, পরীমণি, মমসহ আরও অনেকে। রাত আটটায় দীপ্ত টিভিতে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘নিজস্ব প্রতিবেদন’। অনন্য ইমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাবিলা নূর, মনোজ প্রামাণিক, জিয়াউল হাসান কিসলু, রেশমা, নিশাত তমাসহ আরও অনেকে। রাত ১০টায় দীপ্ত টিভিতে প্রচার হবে একক নাটক ‘বাজি’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মিহি প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ