পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কানাডায় হিজাব পরে প্রথমবারের মতো টেলিভিশনে সংবাদ পাঠ করে ইতিহাস গড়েছেন জিনেলা মাসা (২৯) নামের এক মুসলিম নারী সাংবাদিক। টরেন্টোর সংবাদ চ্যানেল ‘সিটি নিউজ’-এ গত সপ্তাহে রাত ১১টার এক নিউজ বুলেটিনে হিজাব পরে খবর পড়েন তিনি। এ কৃতিত্বের জন্য দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওই তরুণী। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘অবশেষে স্বপ্ন পূরণ। এর আগে হিজাব পরে কেউ টেলিভিশনে অনুষ্ঠান সঞ্চালনা করেননি। আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা’।
জিনেলাকে সিটি নিউজের সম্পাদক হঠাৎ করেই সংবাদ সঞ্চালনার দায়িত্ব দেন। প্রথমে অবাক হন চ্যানেলটির রিপোর্টার জিনেলা। তবে রীতিমত পেশাদার অ্যাঙ্কদের মতো দক্ষতার প্রমাণ দেন তিনি। তারপর থেকেই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। জিনেলা ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে একের পর এক কৃতিত্বের ছাপ রাখছেন। গত বছর তিনি প্রথম হিজাব পরিহিতা টেলিভিশন রিপোর্টার হিসেবে সিটি নিউজে যোগ দিয়ে ইতিহাস গড়েন। এর এক বছরের মাথায় তিনি ফের ইতিহাস গড়লেন।
হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে কানাডার সমাজে নিজেকে তুলে ধরতে পেরে উচ্ছ্বসিত হলেও প্রতিবেশী যুক্তরাষ্ট্রের পরিস্থিতিতে অনেকটাই দুশ্চিন্তায় ভোগেন জেনিলা। তিনি বলেন, ‘আমেরিকায় বসবাসকারী পরিবারের লোকজন এবং বন্ধু-বান্ধবদের নিয়ে দুশ্চিন্তায় ভুগি। ট্রাম্পের মতো একজন মুসলিমবিদ্বেষী মানুষ দেশের প্রেসিডেন্ট ভাবলেই ভয় হয়’। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।