বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করতে হবে। হজযাত্রীদের সুবিধার্থে হজযাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে। হজযাত্রীদের সেবার মান বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। কম টাকায় হজযাত্রী সংগ্রহের প্রতিযোগিতা রোধে মধ্যস্বত্ব্যভোগী গ্রæপ লিডারের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। গতকাল শনিবার রাতে রাজধানীর নয়া পল্টনস্থ পল্টন কমিউনিটি সেন্টারে বেসরকারি হজ এজেন্সি মাবরুর ট্রাভেলস (৯৭৫)-এর উদ্যোগে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভা, হজ পূর্ণমিলনী ও অনুষ্ঠিত দোয়া মাহফিলে নেতৃবৃন্দ একথা বলেন।
হাব সদস্য ও মাবরুর ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ মাওলানা মোহাম্মদ জাকির হোছাইনের সভাপতিত্বে এতে অন্যান্যের বক্তব্য রাখবেন জেলা জজ মাজদার হোসেন, অতিরিক্ত সচিব (অব) মীর কাশেম আলী, মাওলানা আবু জাফর আব্দুস সালাম ও ড. মোশাররফ হোসেন। সভাপতি’র বক্তব্যে মাওলানা মোহাম্মদ জাকির হোছাইন বলেন, হজযাত্রী প্রাক-নিবন্ধন নিয়ে গত হজ মৌসুমে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। নিবন্ধনকৃত প্রায় ৪০ হাজার হজযাত্রী গত বছর কোটার অভাবে হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এসব অপেক্ষমান হজযাত্রীদের অগ্রাধিকারের ভিত্তিতে এবার হজে পাঠাতে হবে। তিনি হজযাত্রীদের সুবিধার্থে আগামীতে থার্ড ক্যারিয়ার চালুর জোর দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।