বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চালুর একদিন পরই বন্ধ হয়ে গেল ‘ক্যাটল স্পেশাল ট্রেন’। কোরবানির পশু পরিবহনের জন্য রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বুধবার ট্রেনটি চালু করা হয়েছিল। অন্তত তিনদিন ট্রেনটি চলার কথা ছিল। কিন্তু পশু পরিবহনে বুকিং হয়নি বলে দ্বিতীয় দিনই ট্রেনটি বন্ধ হয়ে গেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রথম দিন ট্রেনটি মোট ৪০টি গরু ও ১৬১টি ছাগল পরিবহন করে। এতে ভাড়া উঠে আসে ৪২ হাজার ১২০ টাকা। ট্রেনটি পরিচালনায় খরচ হয় এর প্রায় দ্বিগুণ। তারপরও খামারি ও ব্যবসায়ীদের সেবায় ট্রেনটি চালানোর কথা ছিল। কিন্তু দ্বিতীয় দিনের জন্য কোনো বুকিং না থাকায় যাত্রা বাতিল করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী ব্যবস্থাপক মো. ওবায়দুল্লাহ বলেন, এই ট্রেনে পশু নিয়ে যেতে হলে আগের দিনই বুকিং দিতে হয়। কেউ পশু নিতে চাইলে খামারি বা ব্যবসায়ীকে ১১ হাজার ৮৩০ টাকায় পুরো একটি ওয়াগন বুকিং দিতে হয়। প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৮টি গরু ও ৪টি ছাগল ওঠে ট্রেনে। কিন্তু পরের দিনের জন্য চাঁপাইনবাবগঞ্জে একটি ওয়াগনও বুকিং হয়নি।
তাই পশ্চিম রেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা বৃহস্পতিবার আর ট্রেন পাঠাননি। রুটিন অনুযায়ী বিকালে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরুর কথা ছিল।
ওবায়দুল্লাহ জানান, শুক্রবারের জন্যও বৃহস্পতিবার কোনো ওয়াগন বুকিং হয়নি। তাই ট্রেনটি আর চলার সম্ভাবনা নেই। এ বছর একদিন পরই থেমে গেল ক্যাটল স্পেশাল ট্রেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।